তনুশ্রী চৌধুরী,পানাগড়:- এলাকাবাসীর আবেদনে সারা দিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে পানাগড় (Panagarh) বাজার চন্দ্রকান্তা ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির (Free Eye Test Camp) এর আয়োজন করা হয়। এদিন চক্ষু পরীক্ষা শিবিরের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠ সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা।
পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সংগঠনের সদস্য সন্দীপ মহল জানিয়েছেন। এলাকার বহু দরিদ্র মানুষ তাদের কাছে এলাকায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর ব্যবস্থা করার জন্য। সেইমতো তৃণমূলের কর্মীরা এলাকার মানুষের যাদের চোখের সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষের তালিকা তৈরি করে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করেন।
তিনি জানিয়েছেন আগামী দিনে এলাকার মানুষের সুবিধার্থে তারা একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করার উদ্যোগ নিয়েছেন।
পাশাপাশি,করোনা আবহে রক্তের সংকট মেটাতে কাঁকসা ব্লকে কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার কাঁকসার বনকাটি এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের (Voluntary Blood Donation Camp) আয়োজন করা হয়।
এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির এর সূচনা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কিসান ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি, যুব তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকের সভাপতি কুলদীপ সরকার, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপ্না বৈদ্য, গৌতম বাউরি সহ এলাকার বিশিষ্ট জনেরা।
পশ্চিম বর্ধমান জেলার কিসান ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য জানিয়েছেন করোনা আবহে রক্তের সংকট মেটাতে তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। পুরুষ ও মহিলা মিলে ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।