ওয়েবডেস্ক:- বলিউডের বিখ্যাত গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর । তাকে জুহুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর তিনিও করোনায় আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে জানা যায়, বাপ্পী দা গত এক মাস ধরে অসুস্থ ছিলেন। তার ফুসফুসে সমস্যা ছিল।
১৮ দিন আইসিইউতে থাকার পর সব প্যারামিটার স্বাভাবিক হলে সোমবার তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। কিন্তু মঙ্গলবার আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে আনা হলেও রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাপ্পি লাহিড়ীর প্রয়ানে বলিউডে শোকের ছায়া।
বাপ্পি লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। তিনি 1952 সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অপরেশ লাহিড়ী এবং মাতার নাম বনসারি লাহিড়ী।বাপ্পি লাহিড়ী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন।
ছোট থেকে গান-বাজনার পরিবারে জন্ম। হিন্দি ছবির পাশাপাশি একাধিক বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। হিন্দি ছবিতে ডিস্কো যুগ শুরু হয় তার হাত ধরে। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন।বাপ্পি লাহিড়ির বৈশিষ্ট্য হল তাঁর নিজস্ব গায়কি। এই নিজস্ব গায়কি তাঁকে বাকিদের থেকে স্বতন্ত্র করে দিয়েছিল।