সংবাদাতা ,দুর্গাপুর:-কর্মসংস্থানের, শিল্পনগরী রক্ষার, শ্রমিকদের নূন্যতম বেতনের সহ ৭ দফা দাবিতে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে স্বারকলিপি জমা দিতে এসে পুলিশের বাধার মুখে বাম ছাত্র যুব সংগঠন DYFI। সারা দেশ জুড়ে এই দাবিকে সামনে রেখে মিছিলের মাধ্যমে মহকুমা শাসক দপ্তরে চলছে ডেপুটেশন।
আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটিসেন্টারের থেকে মিছিলটি বের হয়ে দুর্গাপুরের মহকুমাশাসক দপ্তরের কাছে পৌঁছালে পুলিশ মিছিল আঁটকে দেয়। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যট ফোর্স মোতায়েন ছিল।
বাম ছাত্র সংগঠনের অভিযোগ এই দিনেই খুন হয়েছিল মইদুল মিদ্যা। সেই সব খুনিরা এখনো গ্রেফতার হয়নি বলেও অভিযোগ। তাদের আরো অভিযোগ শাসক দলের মদতে চলছে পুলিশের অরাজকতা। তুমুল প্রতিবাদ জানানো হয় এই মিছিলের মধ্যে।