সংবাদাতা,পূর্ব বর্ধমান:-পুর নির্বাচনকে প্রহসন করে তোলার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভে বামেরা। মঙ্গলবার বিকেলে স্টেশন থেকে এক পদযাত্রা করে মহকুমাশাসকের দপ্তরে হাজির হন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। সেখানে শহরের নানা এলাকা থেকে আসা যুবদের সমাবেশে বক্তব্য রাখেন মীণাক্ষী।
এদিন তিনি বলেন, '' চার কর্পোরেশনের ভোটে ব্যাপক বেনিয়ম হয়েছে। মৃত মানুষ ভোট দিয়েছেন। পিস্তল, মেশিন নিয়ে গুণ্ডারা দাপিয়েছে।এর নাম ভোট?
তার দাবি, বর্ধমানেও পুর পরিষেবা তলানিতে। সময়ে ভোট হয়নি। নিয়োগ নেই।'' এখানে শান্তিতে ভোট করাবার দাবি তোলা হয় এই অবস্থান বিক্ষোভ থেকে।