তনুশ্রী চৌধুরী,পানাগড়:-গত কয়েকদিন আগে পানাগড় বাজারের নিকাশি নালা সাফাই করার উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। সেইমতো নিকাশি নালা সাফাই করার কাজ হলেও পানাগড় বাজারে অধিকাংশ জায়গায় নিকাশি নালার মুখ খোলা থাকায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। একটু বেসামাল হলেই পথচলতি মানুষ নালার মধ্যে গিয়ে পড়ছে।শুক্রবার সকালে অবিলম্বে নিকাশি নালার খোলা মুখ ঢাকা দেওয়ার দাবি জানালেন কাঁকসা ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি ও কংগ্রেসের কর্মীরা।
পুরব ব্যানার্জি জানিয়েছেন পানাগড় বাজারের উপর পুরানো জাতীয় সড়কের ধারে নিকাশি নালার মুখ খোলা অবস্থায় থাকার কারণে মারণ ফাঁদে পরিণত হয়েছে গোটা বাজার।প্রায় ২০০মিটার রাস্তার ধারে খোলা মুখের নিকাশি নালায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।অবিলম্বে পানাগড় বাজারের খোলা অবস্থায় থাকা নিকাশি নালার মুখ বন্ধ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
এমনকি প্রয়োজন হলে তারা রাস্তা অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।যদিও পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন পক্রিয়া চলছে দ্রুত কাজ শুরু হবে।