তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বহু ভারতীয় পড়ুয়া আটকে পড়ে ইউক্রেনে।আর যার জেরে চিন্তায় পড়েছে পড়ুয়াদের পরিবারের সদস্যরা।ভারতবর্ষের অন্যান্য জায়গার মতোই চিন্তায় রয়েছেন পানাগড়ের এক ডাক্তারি পড়ুয়ার পরিবার।
জ্যোতি সিং নামের ওই পড়ুয়া গত ২০২১ সালে ইউক্রেনে যায় ডাক্তারি পড়তে। শুক্রবার বিকালে নিজের মেয়ের সাথে কথা বললেন পানাগর এর বাসিন্দা জ্যোতি সিং এর বাবা অশোক সিং।এদিন মেয়ের সাথে কথা বলে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরে পেয়েছেন তিনি। জ্যোতি সিং তার বাবাকে জানিয়েছে তাদেরকে একটি বাসে করে ইতিমধ্যে রোমানিয়া বর্ডারের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
জ্যোতি সিং তার বাবাকে জানিয়েছে শুধু ভারতীয় নয় বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা ইউক্রেনে আটকে রয়েছে। এবং সেখান থেকে তাদেরকে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের ভিতরে সে ভারতে এসে পৌছবে। জ্যোতি সিং এর কথায় কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছেন তার বাবা ও তার পরিবার।
তবে ভারত সরকারের কাছে তিনি আবেদন করেছেন যাতে তার মেয়ে এবং অন্যান্য ভারতীয় পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারে।তবে আগামী দিনে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও তিনি মেয়েকে পুনরায় সেই দেশে পড়ানোর জন্য পাঠাবেন না বলে মনস্থির করেছেন এমনটাই জানালেন জ্যোতি সিং এর বাবা অশোক সিং।