সংবাদাতা,পূর্ব বর্ধমান:- '' ইতিহাসে ঝাঁসির রানির কথা শোনা যায়। আগামীদিনের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ফাঁসির রানি নামে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় বহু বিরোধীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। বাংলার মানুষ এর জবাব দেবে। '' বৃহস্পতিবার বর্ধমানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসে এই ভাবে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
বর্ধমানের ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসেন তিনি। এই তিনটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের হয়ে প্রচার করেন এই রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।তার অভিযোগ, '' তৃণমূলের গুণ্ডারা এক শ্রেণীর পুলিশ প্রসাশনকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা করছে। তৃণমূল এখন ক্রিমিনাল ও জুয়াড়িদের দল। বাংলায় ভোটের নামে প্রহসন হচ্ছে '' বলে অভিযোগ করেন তিনি।