তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বুদবুদের মানকরে ৬তম রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।এদিন প্রতিযোগিতার সূচনা করেন গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান সদরের তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, গোলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চ্যাটার্জী, কংগ্রেস নেতা জয় গোপাল দে,জেলা সরীর শিক্ষা যুবকল্যান দফতরের আধিকারিক ডক্টর বিকাশ চন্দ্র মন্ডল,ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিক অমিত কুমার ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
উদ্যোক্তারা জানিয়েছেন শহর অঞ্চলের কারাতে প্রশিক্ষণ কেন্দ্র থাকার ফলে শহরের যুবক-যুবতী এবং শিশুরা কারাটে শেখার সুযোগ পায়। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছোট ছোট শিশু থেকে যুবক-যুবতী যাদের কারাটে শেখার ইচ্ছা থাকে তা সত্ত্বেও অনেকেই ক্যারাটে শিখতে পারেনা।
সেই কারণে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রবিবার রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতা টি মানকর এবং আশেপাশের এলাকার যুবক-যুবতীদের মধ্যে ক্যারাটে শেখার প্রতি উৎসাহ বাড়ানোর জন্যই মানকরে ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়।