সংবাদাতা,পূর্ববর্ধমান:- ওভারলোড বালির বোঝাই গাড়ির দৌরাত্ম্য ও বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের।পূর্ব বর্ধমানের পলেমপুর থেকে নবগ্রাম যাওয়ার কামালপুরের কাছে রাস্তা কেটে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।অভিযোগ প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার ফলে চরম সমস্যায় গ্রামবাসীরা।
অভিযোগ অবৈধ ভাবে চলা বালির ঘাট থেকে ওভারলোডেড বালির গাড়ি চলাচলের ফলেই দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থা। ২২ কিমি দীর্ঘ এই রাস্তা। ১০ থেকে ১২ টি গ্রামের যোগাযোগের এটিই অন্যতম রাস্তা। দীর্ঘদিন বেহাল রাস্তা, প্রশাসনিক স্তরে বারবার জানিও সুরাহা হয়নি।তাই এবার রাস্তা কেটে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা।
পলেমপুর এলাকা থেকে নবগ্রাম যাবার পুরোনো বাঁকুড়া রোড। মূলত দামোদর নদের তীরবর্তী বাঁধের পাড়ের এই রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এই রাস্তার। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, গ্রামে কেও অসুস্থ হলে গাড়ি নিয়ে যাতায়াত করা যায়না বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।তার উপর ওভার লোডিং বালির লরি যাতায়াতের ফলে একেবারেই চলাচলের অযোগ্য হয়েগেছে রাস্তা।
এলাকার বিধায়ককে বারবার জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বিধায়ক এসে রাস্তা পরিদর্শন করে গেছেন, দিয়েছিলেন রাস্তা মেরামতের প্রতিশ্রুতি। কিন্তু প্রতিশ্রুতি রাখেন নি বিধায়ক, অভিযোগ গ্রামবাসীদের। সমস্যা না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।