সংবাদাতা:- রাজ্যের পাশাপাশি জেলাতেও মকর সংক্রান্তির পূর্ণ স্নানে শিল্পাঞ্চলের মানুষ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার রাজ্যে জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। দুর্গাপুর দামোদর নদের চরে শুক্রবার সকাল থেকে বহু মানুষকে মকর স্নান এর জন্য ভিড় করতে দেখা যায়। তবে অন্যান্য বছর যে পরিমাণে ভিড় জমে এ বছর কেমন ভাবে সাধারণ মানুষের ভিড় চোখে পড়েনি।
মকর স্নান করতে আসা মানুষেরা জানিয়েছেন অন্যান্য বছর যে পরিমাণ ভিড় হয় করোনার জন্য এবছর একদম ভিড় নেই বললেই চলে। তবে প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া জেলা পুলিশের কর্মীরা সমগ্র ঘাটে কড়া নজরদারি রেখেছিলেন আগে থেকেই।
সামাজিক বিধি-নিষেধ মানার জন্য এবং যাতে সমস্ত ঘাটে ভিড় না জমে তাই কোন ঘাটে ভিড় জমতে দেওয়া হয়নি এদিন।
পাশাপাশি এদিন আসানসোলে পালিত হলো মকর সংক্রান্তি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দামোদর নদীতে স্নান করতে ভিড় জমায় বহু পূর্নাথি থেকে শুরু করে সাধারণ মানুষ।চলে মন্দিরে পূজা পাঠও। কিন্তু কোভিড সময়কালে এ বছর অন্য বছরের তুলনায় অনেকটাই ভিড় কম লক্ষ করা গেছে এই মকর সংক্রান্তিতে।
এদিকে এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে দামোদর নদীর ধারে বসেছে মেলা। সেই মেলায় নানান ধরনের পসড়া সাজিয়ে বসেছে বিক্রেতারা। মকর স্নান করতে আসা ধর্মরাজ বিশ্বকর্মা নামের এক পূর্নার্থী বলেন, এই উৎসবের মহাতীয় অনেক। বিভিন্ন রাজ্যে এই উৎসব বিভিন্ন নামে হয়ে থাকে। এরাজ্যে তা মকর নামে। কোথাও কোথাও এই উৎসব কে আবার খিচুড়ি উৎসব বলেও পালিত হয়।
অন্যদিকে নমিতা দে এক পূর্নাথী বলেন, আজ মকর সংক্রান্তি তাই সকাল সকাল পূর্ন স্নানে চলে এলাম দামোদরে। এখন গিয়ে রয়েছে পূজা পাঠের অনুষ্ঠান। পাশাপাশি তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর লোক সংখ্যা অনেকটাই কম করোনার জন্য।