তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য সোমবার পানাগড় বাজার হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank)পক্ষ থেকে দুটি কম্পিউটার (Computer) প্রদান করা হলো।
এদিন বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুটি কম্পিউটার (Computer) ও অন্যান্য সরঞ্জাম বিদ্যালয়ের হাতে তুলে দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) আধিকারিকরা।
ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন সি এস আর প্রজেক্টের (CSR Project) মাধ্যমে তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য কম্পিউটার গুলি প্রদান করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা অগস্থি জানিয়েছেন কম্পিউটার গুলি পাওয়ায় পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে।তবে বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাংকের আধিকারিকদের কাছে একটি ডিজিটাল বোর্ডের (Digital Board) কথা জানিয়েছেন তারা।