নীলেশ দাস, আসানসোল :- সোমবার আসানসোলের (Asansol) হীরাপুর থানার ধ্রুপডাঙাল এলাকায় প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ডাকাতির (Gold Shop Robbery) ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনার দোকানের মালিককে মারধর করে লুটপাটের অভিযোগ।
জানা গিয়েছে সোমবার দুপুরে ৪ জন দুষ্কৃতী সোনার দোকানের (Gold Shop) ভেতরে ঢোকে। এরপর দোকানের মালিককে মারধর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে সোনা ও রুপোর গহনা (Gold and silver jewelry) সহ নগদ লুটপাট চালায় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় দোকান মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সবকিছু দেখার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যে পুলিশ নাকা চেকিং (Naka Checking) শুরু করেছে সীমানা গুলিতে।