সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসীট ফ্লাই ওভারের কাছে পথ দুর্ঘটনা।আহত ৩ জন।পর পর তিনটি গাড়ি ধাক্কা মারে একে অপরকে।
ঘন কুয়াশার জেরেই জাতীয় সড়কে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।দুর্ঘটনায় আহত হয় তিন জন। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
প্রথমে একটি অয়েল ট্যাঙ্কারকে পিছনদিক থেকে ধাক্কা দেয় একটি লরি। লরি পিছনে আরেকটি লরি ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর সাময়িকভাবে জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন হলেও পালসিট ফাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ।