শুভময় পাত্র,বীরভূম:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার শান্তিনিকেতনের বিভিন্ন হোটেল লজ গুলোতেও করা নিয়ম কার্যকর করলো পুলিশ প্রশাসন। সোমবার বোলপুর পৌরসভার কমিউনিটি হলে শহরের বিভিন্ন হোটেল লজ মালিকদের নিয়ে বৈঠক হয়।
বৈঠকে প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দেয় হোটেল লজগুলোতে ৫০ শতাংশের বেশি অতিথিদের রাখা যাবে না অর্থাৎ হোটেল বা লজ গুলিতে যা রুম থাকবে তার অর্ধেক রুম আগত অতিথিদের জন্য হবে বরাদ্দ করতে পারবেন এবং অর্ধেক রুম রাখতে হবে ফাঁকা। এবং মানতে হবে কোভিড নির্দেশিকা ।
অতিথিদের সমস্ত ডিটেলস রেজিস্টার মেন্টেইন করে জানাতে হবে প্রশাসনকে। অন্যথা হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে একদিকে যেভাবে পর্যটন কেন্দ্র গুলি বন্ধ হওয়ার পাশাপাশি হোটেল লজ গুলোতেও পর্যটকদের উপস্থিতির ওপর কোপ পড়তে চলেছে তাতে আগামী দিনে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনে পর্যটনের উপর নির্ভর করে যে সমস্ত ব্যবসা চলে সেই ব্যবসা যে আবারো মুখ থুবরে পরবে তা বলার অপেক্ষা রাখে না।
যদিও হোটেল ,লজ মালিকরা এতে হতাশ হলেও সার্বিক পরিস্থিতির স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে সর্বতোভাবে সাহায্য করার কথা জানিয়েছেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়, বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাস, শান্তিনিকেতন থানার ওসি দেবাশীষ পন্ডিত, এবং বোলপুর শান্তিনিকেতন হোটেল মালিক সমিতির সদস্যরা।