শুভময় পাত্র, বোলপুর:- আজ সকাল থেকেই ঘন কুয়াশা আচ্ছন্ন শান্তিনিকেতন।সকাল শুরু হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে কুয়াশাচ্ছন্ন হয়ে পরেছে বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন সমস্ত জায়গা। শান্তিনিকেতন, সোনাঝুরি, প্রান্তিক, বল্লভপুর ও শ্রীনিকেতন সমস্ত জায়গায় । সকাল সাতটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল এইসব জায়গাগুলি যাতে করে ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বা বস্তু ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছিল না।
শ্রীনিকেতন শান্তিনিকেতন সোনাঝুরি ও বল্লভপুর একরকম জঙ্গলে ঢাকা, আর সেই সব জায়গাতেই বেশি প্রভাব পড়েছিল কুয়াশার। বাইরে থেকে আসা পর্যটকদের একরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পেয়েছিল আজকের এই দিনটিতে।
শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী স্থানীয় তাপমাত্রা গতকাল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রী সেলসিয়াস আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রী সেলসিয়াস। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঠান্ডার প্রকোপ অনেকটাই বেড়েছিল শান্তিনিকেতন ও শ্রীনিকেতন সংলগ্ন এলাকাগুলিতে।
কোভিদ বিধি নিয়মের শৃংখলে পড়ে সাধারণ পর্যটক এর ঢল এবার অনেকটাই কমতে চলেছে শান্তিনিকেতন পর্যটন কেন্দ্র। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেকেই ভিড় করেন এই সমস্ত এলাকায়। আজ তারই কিছুটা উপভোগ করতে পেরেছেন বর্তমানে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন এ থাকা বেশ কিছু পর্যটক।
কিছুটা হলেও প্রাথমিকভাবে অসুবিধার মুখে পড়তে হয়েছে বাইরে বেরিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে। বেলা 11 টা পর্যন্ত হালকা কুয়াশার দেখা মিলেছে এই সমস্ত এলাকাগুলিতে। বেলা বাড়ার সাথে সাথেই রোদের প্রকোপও বাড়তে শুরু করেছে বীরভূম জেলায়।