সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের (Durgapur) পলাশডিহায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে দু'নম্বর চকের অফিসে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আবক্ষ মূর্তি উন্মোচন করা হল শুক্রবার। এদিন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন দুর্গাপুর পৌরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর এবং স্কুল পরিদর্শক, দু'নম্বর চক্রের শিক্ষক-শিক্ষিকারা সহ বিশিষ্টজনেরা (Durgapur Local News)।
দু'নম্বর চক্রের স্কুল পরিদর্শক সৌরভ মন্ডল জানিয়েছেন স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি বসানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো শুক্রবার স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তি উন্মোচনে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান সকলে।