শুভময় পাত্র,বীরভূম:- অবৈধ কয়লা পাচার (Coal Smuggling)রুখতে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র খয়রাশোল (Khayrashol) এর নওপাড়া গ্রাম।অবৈধভাবে মজুত করা কয়লা চুরি রুখতে গিয়ে হামলার শিকার পুলিশকর্মীরা। পুলিশ-জনতা সংঘর্ষ।এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূমের (Birbhum) খয়রাশোল ব্লকের লোকপুর এলাকা।
দিনকয়েক ধরে নওপাড়ার জঙ্গলে অবৈধভাবে কয়লা মজুত চলছিল। ঝাড়খণ্ড থেকে আসা কয়লা পাচারকারীরা এই কাজ করছিল বলেই খবর পায় পুলিশ। বেশ কয়েকজন কয়লা কারবারি ওই এলাকায় আত্মগোপনও করেছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই এলাকা থেকেই কয়লা চুরি চলছে।
কয়লা পাচার রোখার উদ্যোগ নেয় পুলিশ। আর সে কারণেই আজ বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। আর তারপরই শুরু হয় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। তার পরে অবশ্য জেলা পুলিশের বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।