তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় ব্লাড ডোনার্স ফোরামের (Panagarh Blood Donors Forum) উদ্যোগে পানাগড় (Panagarh) বাজারের কমিউনিটি হলে (Community Hall) রবিবার ইন্ট্রোডাকশন এন্ড মোটিভেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।এদিন ক্যাম্পে পানাগড় ভোলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের (Panagarh Blood Donors Forum) সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরামের (Durgapur Blood Donors Forum) সদস্য কবি ঘোষ সহ অন্যান্যরা,পানাগড় বাজারের ব্যবসায়ীরা,পানাগড় বাজার সমিতির সদস্যরা ও এলকার বিশিষ্ট সমাজসেবীরা এবং কাঁকসার বিডিও সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
পানাগড় ভোলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ জানিয়েছেন রক্তের সংকট সবসময় রয়েছে। কিন্তু সেই রক্তের সংকট মেটানোর জন্য রক্তের প্রয়োজন। অনেক মানুষ আছে যারা রক্তের অভাবে প্রাণ হারাচ্ছে, এছাড়াও থ্যালাসেমিয়া রুগীদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। তাই সাধারণ মানুষদের মধ্যে রক্ত দানের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য।এবং সকলের সাথে পানাগড় ভোলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের ও দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরামের সদস্যদের মধ্যে পরিচিতি বাড়ানোর জন্য এই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।