নীলেশ দাস, আসানসোল:-মঙ্গলবার কুলটির বরাকরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কে। নির্বাচনী বিধি লঙ্ঘনের পাশাপাশি করোনা বিধি কে ধুৎকার মেরে উড়িয়ে দিলো বিজেপি।
নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগে বিজেপির প্রচার আটকালো পুলিশ। ধাক্কাধাক্কি মিছিলে। বেশ কিছু জায়গায় বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে।
প্রসঙ্গত, যেখানে নির্বাচন কমিশন বলেছে নির্বাচনী প্রচার করলে ৫ জনের বেশি নয়,সেখানে এই করোনা পরিস্থিতে শয়ে শয়ে মানুষ নিয়ে প্রচার মিছিল করে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়। মঙ্গলবার কুলটির বরাকরে পৌর নির্বাচনে নির্বাচনী প্রচার করতে যায়। বিজেপির সমর্থনে প্রচার করার সময় বেশ কিছু মানুষের বাধায় পড়ে বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন বিজেপি সমর্থনে প্রচার চালায় ৬৬,৬৭,৬৮,৬৯ ওয়ার্ডে এর পাশাপাশি বেশ কিছু ওয়ার্ডে প্রচার চালায়। তবে এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিধায়ক ডা: অজয় পোদ্দার,বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, কুলটি মণ্ডল ৩ এর সভাপতি অমিত গড়াই সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পুলিশের এক্টিভিটিস দেখে বুঝতে পারলাম,যে রকম শয়ে শয়ে পুলিশকে দাড় করিয়েছে আমাকে আটকানোর জন্যে যেভাবে রাস্তার দুধারে মানুষ নেমেছে বাড়ির উপর থেকে যেভাবে ফুল ছড়াচ্ছে। তৃণমূলের টেনশন হয়ে গেছে ওরা বুঝে গেছে আসানসোলে তৃণমূল জিততে পারবেনা।
তাই বিজেপিকে পুলিশ দিয়ে আটকাও। অন্যদিকে সংবাদ মাধ্যম জিজ্ঞাস করলে পুলিশের বক্তব্য ৫ জনের বেশি মানুষকে নিয়ে ঘুরছেন। এতে নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে। আমার সাথে ৫ জন্যেই ছিলো। এতে যদি বিধি লঙ্ঘন হয়।
তাহলে বিধি পাল্টে ফেলুক পুলিশ। তবে যখন থেকে নেমেছি জায়গায় জায়গায় আটকাচ্ছে পুলিশ। জোর করে আটকানোর চেষ্টা করেছে ধাক্কা ধাক্কিও হয়েছে। সারাদিন যা সিডিউল আছে সে আমি পূরণ করবো পুলিশকে বলে দিয়েছি আটকাবার থাকলে আটকান বলে জানান তিনি।