নীলেশ দাস ,আসানসোল :- বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসানসোল পৌর নিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে বার্নপুরের সাঁতা গ্রাম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন অগ্নিমিত্রা পল ও বিজেপি প্রার্থী সুষমা মাজি ভান্ডারী।
রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টু ডোর প্রচার সারছেন প্রার্থীরা।
আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী হলেন সুষমা মাজি ভান্ডারী। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে সামিল হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পল।
এদিন কিছু কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডের বার্নপুর সাঁতা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন অগ্নিমিত্রা পল ও বিজেপি প্রার্থী সুষমা মাজি ভান্ডারী। হুড খোলা টোটো তে চেপেও প্রচার করেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তারা শোনেন এবং এই ওয়ার্ডে তারা জিতলে সেগুলির সমাধানের আশ্বাস দেন।
৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুষমা মাজি ভান্ডারী জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি আরো জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান।
তিনি সকলের সুস্থতা কামনা করেন আর জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে অনেকেরই শৌচাগার নেই। বাড়ির মহিলাদের রাতে অসময়ে বাড়ির বাইরে যেতে হয়। অনেকের ঘরে আলো নেই, অনেকের বাড়ির পরিষেবা পাননি। মানুষের আশীর্বাদে তিনি জয় লাভ করলে এই সমস্ত সমস্যার তিনি দ্রুত সমাধান করবেন।
এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পল জানান, এই অঞ্চলের কোনো উন্নয়নই ১১ বছর ধরে হয়নি। আবাস যোজনার লাভ সাধারণ মানুষ পায়নি। জল, বিদ্যুৎ, শৌচাগার এসব কিছুর পরিষেবাই সাধারণ মানুষ পাচ্ছে না। তাই আমারা জয় পেলে এলাকার সামগ্রিক উন্নয়ন করবো।
অন্যদিকে ৭৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কাঞ্চন মুখার্জী, অগ্নিমিত্রা পল এর বক্তব্যের প্রতুত্তরে জানান, অগ্নিমিত্রা পাল কে এই অঞ্চলের বিধায়িকা হওয়ার পর থেকে মানুষ দেখতেই পায়নি। আর মানুষ জানে আমাদের নেত্রী গোটা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন। মানুষ উন্নয়নের পক্ষে তাদের ভোট দিয়ে বুঝিয়ে দেবেন। নির্বাচনের পর ও একে খুঁজে পাওয়া যাবে না।