তনুশ্রী চৌধুরী,পানাগড়:- মঙ্গলবার সকাল থেকে পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে (Panagarh News) ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমান এলাকার মানুষ। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দেওয়া হলেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সঠিক ভাবে না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা।
এরপরই পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ সকাল থেকে তারা ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিলেও। তাদের ভ্যাকসিন কেন্দ্র অন্য জায়গায় করা হয়েছে মাইকে ঘোষণার পরই উত্তেজনা সৃষ্টি হয়।
জানাগেছে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি জায়গায় কো ভ্যাকসিন ও কোভি শিল্ড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে। যেখানে 500 জনকে কোভি শিল্ড ভ্যাকসিন এবং 100 জনকে কো ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে ভ্যাকসিন নিতে এসে সামাজিক বিধিনিষেধ শিকেয় ওঠে। ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষদের হুরো হুরি পড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও পরিস্থিতি সামাল দেয়।