সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমানে (Burdwan) ব্যাঙ্ক ডাকাতির পর জেলাজুড়ে চলছে নাকা চেকিং (Naka Checking)। শুক্রবার সকালে বর্ধমানের কার্জনগেটের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দত্ত সেন্টারের শাখায় লুট হয় প্রায় ৩০ লক্ষ টাকা। সেই দুষ্কৃতীদলের সন্ধানে দুপুরে শুরু হয় জেলার গুসকরায় নাকা চেকিং (Burdwan News)।
বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কের বর্ধমানের দিক থেকে আসা সমস্ত গাড়ি গুলিকে গুসকরা শহরের বলগোনা মোড়ে দাঁড় করানো হয়। তারপর বাইকের টুলবক্স, চালকের ব্যাগ সার্চ করে পুলিশ। ছোট গাড়িগুলির ডিকি খুলেও চালানো হয় তল্লাশি। তবে সন্দেহভাজন তেমনকিছু এখনো চোখে আসেনি বলেই দাবি পুলিশের।