Type Here to Get Search Results !

Birbhum: বীরভূম জেলা বিজেপিতে বড়সড় ভাঙ্গন



শুভময় পাত্র ,বীরভূম:- বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান বীরভূমে। এদিন আবারও একই ছবি দেখা গেল বীরভূম (Birbhum) জেলায়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) হাত ধরে বিজেপির দূবরাজপুর বিধানসভার অবজারভার তথা জেলা কমিটির সদস্যসহ একঝাঁক বিজেপি নেতা যোগদান করলেন তৃণমূলে(Birbhum News)।



রবিবার বীরভূমের বোলপুরে (Bolpur)তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে বীরভূমের তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) হাত ধরে বীরভূম জেলার একঝাঁক বিজেপি (BJP)নেতা যোগদান করলেন তৃণমূলে। এদিন অনুব্রত মন্ডল তৃণমূলের (TMC) দলীয় পতাকা তুলে দেন বিজেপি দলত্যাগী নেতাদের।



অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন দূবরাজপুর বিধানসভার বিজেপির অবজারভার প্রভাত চ্যাটার্জী। পাশাপাশি এদিন বোলপুরের ৩ নং ওয়ার্ড সুরশ্রীপল্লীর দাপুটে বিজেপি নেতা অরূপ রায় সহ একাধিক বিজেপি নেতা যোগদান করেন। 



যোগদান পর্বর পর এদিন অনুব্রত মন্ডল বলেন, আজ যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো তারা সবাই শাসকদলেরই কর্মী ছিলো। অভিমান করে দল ছেড়ে চলে গেছিলো। ঘরের ছেলে ঘরে ফিরে এলো। 



পাশাপাশি তিনি এও জানান,  আসন্ন পুরসভা নির্বাচনেও খেলা হবে। রাতেও খেলা হবে, দিনেও খেলা হবে। সব ধরনের খেলা হবে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট এমনকি হকি ও খেলা হবে বলে জানান অনুব্রত মন্ডল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad