সংবাদাতা,দুর্গাপুর :- শুক্রবার সকাল থেকে উচ্ছেদ অভিযানের নামল দুর্গাপুর ইস্পাত কারখানা (Durgspur Steel Plant)কর্তৃপক্ষ।দীর্ঘদিন ধরে দুর্গাপুরের 4 নম্বর ওয়ার্ডের ইস্পাত নগরী এলাকায় বেআইনিভাবে গড়ে উঠেছিল বেশকিছু ঘরবাড়ি।
বহুবার দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP)পক্ষ থেকে ইস্পাত কারখানার জমি দখলমুক্ত করার কথা বলা হলেও তা দখলমুক্ত না হওয়ার কারণে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর(Durgapur) থানার পুলিশকে সাথে নিয়ে বেআইনি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।
এদিকে এই উচ্ছেদ অভিযান কে ঘিরে দুর্গাপুর ৪ নাম্বার ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় দুর্গাপুর স্টিল প্ল্যাটের (Durgspur Steel Plant) জমি অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ডিএসপি (DSP) কর্তৃপক্ষ বেশ কয়েকটি অবৈধ বাড়ি- ঘর ও ক্লাব মেশিন দ্বারা ভাঙতেই এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও সিআইএসএফ আসে। এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে ডিএসপি কর্তৃপক্ষ'কে আটকে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায়। উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসেন এসিপি। প্রায় ৪ ঘন্টা বিক্ষোভ চলার পড়ে ডিএসপি কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।