তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-রবিবার সকাল থেকে পানাগড় (Panagarh) বাজার ও সমগ্র কাঁকসা (Kanksa) জুড়ে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি,সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের,রবিবার সকাল থেকে ঘন কুয়াশার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টিতে ব্যাহত জনজীবন(Panagarh News)।
ঘন কুয়াশার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে।পানাগড় বাজার, দার্জিলিং মোড় সহ সমগ্র কাঁকসার রাস্তাঘাট বৃষ্টির কারণে প্রায় শুনশান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভোর বেলা থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি,একদিকে যেমন এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকরা,পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যবসায়ীরা।
মাঝে মাঝেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা,ঝিরঝিরে বৃষ্টির ফলে অন্যান্য দিনের তুলনায় শীত অনেকটাই বেড়েছে।