নীলেশ দাস ,আসানসোল:- আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ এর সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত কাঁচা বাদাম শিল্পী ভুবণ বাদ্যকর।সোমবার পড়িরা গ্রামের নির্বাচনী সভায় একেবারে কোভিড বিধি উধাও এর ছবি দেখা গেল।এই সভায় বহু মানুষের সমাগম হয়েছিলো।এমনকি বহু মানুষের মুখে মাস্কও ছিলো না।
এমনকি সভায় উপস্থিত মানুষের মধ্যে বাদামও ছড়ানো হলো।সামাজিক দুরত্ব উধাও।মানুষেরা এই বাদাম নিতে হুড়োহুড়ি দেখা গেল।কিন্তু প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের তরফে সকলকেই কোভিড বিধি মেনে প্রচার করতে বলা হয়েছে কিন্তু এদিনের নির্বাচনী সভায় কার্যত কোভিড বিধি শিকেয় উঠেছে।অন্যদিকে কোভিড বিধি মেনে এই সভা করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ।