নীলেশ দাস আসানসোল:-নির্বাচনী প্রচারে বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।বিজেপি প্রার্থী কাঞ্চন সিনহার নির্বাচনী প্রচারে বিধি ভঙ্গের অভিযোগ উঠল। বাজনা সহকারে নিজের বেশ কিছু এলাকায় প্রচার করেন।
আসানসোল পৌর নিগমের ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সকালে দেবী মন্দিরে পুজো দিয়ে বাজনা সহকারে নিজের এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী কাঞ্চন সিনহা। যেখানে নির্বাচন কমিশন বলছে প্রচারে ৫ জনের বেশি করা যাবে না। সেখানে প্রায় ৫০ এর বেশি কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার করে বিজেপি প্রার্থী কাঞ্চন সিনহা।
প্রসঙ্গত ,রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশ। কোনো মিটিং মিছিল করলে ৫ জনের বেশি লোক নিয়ে করা যাবে না। যদিও মিটিং মিছিল করলে তবে ৫ জনের বেশি না,পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।
এই ব্যাপারে যদিও তাকে জিজ্ঞাস করে হলে তিনি জানান,আমি ৫ জন কর্মীদের নিয়েই বেড়িয়েছিলাম।কিন্তু মানুষ অতি উৎসাহী ভাবে আমার সঙ্গে প্রচার করছে। সেইসময় আমি মানুষকে বারণও করতে পারিনি। তবে মানুষ বেশিভাগেই মাস্ক পরে আমার সাথে প্রচারে ঘুরে বেড়াচ্ছে।