সংবাদাতা,পূর্ব বর্ধমান:- কেরলের এক যুবক সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন।মঙ্গলবার আলিনগরের মানুষ তাকে সম্বর্ধনা জানান।কেরলের ওই যুবক যার নাম মোহাম্মদ সাবির, তার ইচ্ছা সে সাইকেল নিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণ করবেন।
দু'মাস আগে তার এই যাত্রাপথের সূচনা হয়েছে। ইতিমধ্যে তিনি চারটি রাজ্য ভ্রমণ করে ফেলেছেন।বর্তমানে তিনি রয়েছেন পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়।
তিনি ভাতারের আলীনগরে আসতেই আলিনগরের মানুষজন তাকে সম্বর্ধনা জানান। বেশ কিছু খাদ্য সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়।