নীলেশ দাস, আসানসোল:- কাশি বিশ্বনাথ করিডরের উদ্বোধনের দিন আসানসোলে সমস্ত শিব মন্দিরে পুজো দেওয়া হবে, জানিয়েছেন বিজেপি । আগামী 13 ই ডিসেম্বর কাশি বিশ্বনাথের করিডরের উদ্ধোধনের দিনে আসানসোলের সমস্ত শিব মন্দিরে পুজো দেওয়া হবে।
শুক্রবার আসানসোলের শীতলায় বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ।এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ বলেন 13 ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশি বিশ্বনাথের করিডর উদ্ধোধন করবেন।
আরো পড়ুন:- নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামবাসীরা
সেই দিনই আসানসোলের সমস্ত শিব মন্দিরে পরিস্কার ও পরিছন্ন করে বিজেপির উদ্যোগে পুজো দেওয়া হবে।এদিনের সাংবাদিক বৈঠকে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।