নীলেশ দাস আসানসোল:- তিবেতন পোটলা মার্কেটে উদ্যোগে দলাই লামার নোবেল পিস প্রাইজের 32 তম বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আসানসোলের গির্জা মোড়ে তিবেতন পোটলা মার্কেটের উদ্যোগে দলাই লামার নোবেল পিস প্রাইজের 32 তম বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।এদিনের অনুষ্ঠানের মাধ্যমে দলাই নামার ফটোতে পূস্প অর্পণ নিবেদন করা হয়।
এর পাশাপাশি তিবেতন মহিলারা নৃত্য পরিবেশন করেন।এদিনের অনুষ্ঠান আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে বলে জানা গেছে।