তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসার SHG বিল্ডিংয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের ডাকে কাঁকসা ব্লকের সমস্ত শ্রমিক,হকার,টোটো চালক,ভ্যান ও রিক্সা চালক দের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো।এদিন সভায় উপস্থিত শান্তনু আদক,দেবাশীষ বর্মন,কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী,যুব তৃণমূল নেতা সমরেশ ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস সহ জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
কাঁকসা ব্লকের পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের সভাপতি শান্তনু আদক মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত অসংগঠিত শ্রমিকদের একত্রিত করতে এই সংগঠন তৈরি হয়েছে।সংগঠন তৈরি হওয়ার ফলে কাঁকসার সমস্ত অসংগঠিত শ্রমিকরা একত্রিত হয়ে তাদের যে সমস্ত দাবি দাওয়া সেগুলি সরকারের কাছে তুলে ধরতে পারবে।তাদের নিজস্ব পরিচয় থাকবে।আগামী দিনে কাউকে অসহায় অবস্থায় দিন কাটাতে হবে না।
আরো পড়ুন:- কাঁকসার একটি গোডাউন থেকে লোহার রড চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই ব্যক্তি
এদিন অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান তৃণমূলের কর্মী সমর্থকরা।