Type Here to Get Search Results !

সরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবীতে জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি


নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- সরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রাইভেট টিউশনের (Private Tuition) বিরুদ্ধে সরব হল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি (WBPTWA)। স্কুল ও কলেজ শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা সহ দশ দফা দাবীতে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা স্কুল পরিদর্শকের কাছে  স্মারকলিপি জমা দিল তারা।


এই বিষয়ে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির (WBPTWA) রাজ্য সভাপতি হীরালাল মন্ডল জানান,কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন আইন অনুযায়ী কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারেনা। ইউজিসির (UGC) গাইডলাইন অনুযায়ী কোন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রাইভেট টিউশন করতে পারে না। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালের কোলকাতা গেজেটে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে সরকারি স্কুল শিক্ষক (Govt School Teacher) প্রাইভেট টিউশন করতে পারবে না। এবং প্রতিটি স্কুলের শিক্ষকদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে তারা প্রাইভেট টিউশন করছেন না।


কিন্তু তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারকে জনগণের সঙ্গে ছলনা করে  বাড়িতে বসে বাণিজ্যিক ভিত্তিতে  প্রাইভেট টিউশন করছেন বলে জানান হীরালাল বাবু। তারই প্রতিবাদে বৃহস্পতিবার জেলা স্কুল পরিদর্শকের কাছে  ৪০০ জন স্কুল শিক্ষকের নামের লিস্ট জমা দেওয়া হচ্ছে এবং এর উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে বলে জানান।

আরো পড়ুন:- লাউদোহায় তৃণমূলের মহা-মিছিল

তিনি আরো জানান প্রতিটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হয় তবে স্কুল শিক্ষকদের টিউশনি করার ক্ষেত্রে কেন হবে না, বলে প্রশ্ন তোলেন হীরালাল বাবু।  স্কুল শিক্ষকরা প্রকাশ্যে বাণিজ্যিকভাবে যে টাকা রোজগার করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ না হওয়া পর্যন্ত  এই আন্দোলন চলবে বলে জানান তিনি, এরপরেও যদি স্কুল শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন করে তাহলে গৃহশিক্ষক কল্যান সমিতি তাদের বাড়ি ঘেরাও করবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad