নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- স্বনির্ভর গোষ্ঠীর চেক চুরি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার (Bhatar) থানার পুলিশ। ধৃতের নাম সাইগন শেখ। বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি (Memari) থানার ডাঙ্গাপাড়া এলাকায়। কয়েক সপ্তাহ আগে ভাতাড়ের বলগোনা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তিন লক্ষ টাকার চেক চুরির হয়ে যায়।
সপ্তাহ দু'য়েক আগে গোষ্ঠীর দলনেত্রী পম্পা গড়াই ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চেকের টাকা মেমারির এলাকার বাসিন্দা সাইগন শেখের একাউন্টে জমা হয়েছে।
বুধবার রাতে পুলিশ মেমারির ডাঙ্গাপাড়া গ্রামে হানা দিয়ে অভিযুক্ত সাইগন শেখকে গ্রেপ্তার করে। তবে এই জালিয়াতি চক্রের সঙ্গে কে কে জড়িত আছে বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার ধৃতকে হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।