পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চুক্তির ভিত্তিতে Civil এবং Electrical Assistant ইঞ্জিনিয়ার নিয়োগ করবে (WB Public Health Engineering Department Recruitment 2021)। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। নিয়োগ হবে রাজ্যের যে কোনো জেলাতে।মোট 50 টি পদে এই নিয়োগ গুলি করা হবে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অথবা ই-মেইলের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে, আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন 10/12/2021 তারিখ।
Advertisement Notification No. PHE/Estt./2720/O-49/2021 Dated-18/11/2021. WBPHED Assistant Engineers Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
শূন্যপদ:
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল (Civil) পদে ৩০ টি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল (Electrical) পদে ২০ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে সিভিল/ইলেকট্রিকাল বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি / পাবলিক আন্ডারটেকিং / নোটিফায়েড এরিয়া অথরিটি / PRIs/নগরপালিকা ইত্যাদি সংস্থায় রুরাল ওয়াটার সাপ্লাই এ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে সিভিল/ইলেকট্রিকাল বিষয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি / পাবলিক আন্ডারটেকিং / নোটিফায়েড এরিয়া অথরিটি / PRIs / নগরপালিকা ইত্যাদি সংস্থায় রুরাল ওয়াটার সাপ্লাই এ দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সরাসরি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অফিসে এসে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। আবেদন পত্র পাঠাবার ঠিকানা:The Chamber of Chief Engineer, M/E, NZ, PHE Directorate at new secretariat building, 7th floor, 1 K S Roy Road, Kolkata 700001. আবেদন পত্র অফিসিয়াল নোটিফিকেশনের সাথে দেওয়া আছে ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করা আবেদন পত্রের সাথে নিজের সই করা সমস্ত প্রয়োজনীয় নথির কপি একটি খামে ভোরে মুখবন্ধ করে দেবেন। এই খামতি নিচের ঠিকানায় এসে জমা করবেন। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন 10/12/2021 তারিখ।
অথবা ই-মেইল করেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদন পত্রের সাথে সমস্ত ডকুমেন্ট একটি পিডিএফ করে ( সাইজ হতে হবে 1 MB এর মধ্যে ) এবং সম্প্রীতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো ( JPEG - সাইজ হতে হবে 200 KB এর মধ্যে ) এই ই-মেইল আইডিতে সেন্ড করতে হবে -recruit_ae_contract@wbphed.gov.in
বয়স: 01/11/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
বেতন: নির্বাচিত প্রার্থীরা 28,000/- টাকা প্রতি মাসে বেতন পাবেন।
আবেদন ফি: কোনো আবেদন ফী দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কবে ইন্টারভিউ হবে তা শর্টলিস্টেড প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউ হবে নিচের ঠিকানায়
Nijalaya, Plot no 8, in Block CN, Sector-V, Salt Lake City, Kolkata
অফিসিয়াল ওয়েবসাইট - https://wbphed.gov.in/
অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন পত্র