সংবাদাতা,পূর্ববর্ধমান:- রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের বলগোনা এলাকায় শ্বশুরবাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার নাম শম্পা বিবি(২০)।
মঙ্গলকোটের মল্লিকপুর এলাকায় বাসিন্দা হাসমত সেখের একমাত্র কন্যা শম্পা খাতুনের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা শেখ ইসমাইলের। তাদের একটি দেড় বছরের পুত্র সন্তান রয়েছে।
মৃতার বাবা হাসমত সেখের দাবি, 'মাস কয়েক আগে জামাই ইসমাইলের সঙ্গে অন্য একটি মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দুই পরিবার বসে মীমাংসা করা হয়েছিল। কয়েকদিন আগে পুনরায় সেই মেয়ের সঙ্গে সম্পর্ক বাঁধে জামাইয়ের।'
আরোপড়ুন:-পান্ডবেশ্বরের সায়ের ঘাটের শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
তিনি আরো জানান আমাদের ধারণা 'সেই সম্পর্কের কথা জানতে পেরে আমাদের মেয়ে প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। রবিবার দুপুরে প্রতিবেশী মারফত আমরা মেয়ের মৃত্যুর খবর পাই।' অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানান মৃতার পরিবারের লোকজন।
পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতাল ও পরে থানায় নিয়ে যায়।সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে মৃতদেহ পাঠায় ভাতার থানার পুলিশ।