সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- সোমবার পান্ডবেশ্বর (Pandaveshwar) বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহির সায়ের পুকুর ঘাটের সৌন্দর্যায়নের জন্য নির্মিত ঘাটের শুভ উদ্বোধন হল। এই ঘাটের শুভ উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)।
কুমারডিহির গ্রামবাসীদের বহুদিনের কাঙ্ক্ষিত এই ঘাটের আজ শুভ উদ্বোধন হওয়ায় এবং ঘাটের সৌন্দর্যায়ন বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। কেননা এই পুকুরঘাটে এলাকার প্রায় সমস্ত ঠাকুর নিরঞ্জন হয়।
আরোপড়ুন:-ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনের ডাকাতদল কে গ্রেপ্তার করলো কাঁকসা থানার পুলিশ
ঘাটের এই শুভ উদ্বোধনে বিধায়কের সঙ্গে ছিলেন বিধায়ক পত্নী তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী এ ছাড়াও ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।