সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ট্রাক্টর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে (Bike Accident)মারা গেলেন দুই যুবক।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের (Bhatar) নুরপুরে।ভাতারের শিকারপুর গ্রামে পীর বাবার মেলা হচ্ছে।
শুক্রবার রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। দু'জনের বাড়ি নুরপুরে।মৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ বাগ (২২) ও জয়ন্ত মাঝি(২২)।জয়ন্ত মাঝির মাস চারেক আগে বিয়ে হয়েছে।
রাতে তারা যখন মেলা থেকে ফিরছিলেন তখন সামনে দিক থেকে একটি ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় বাসিন্দা বাসুদেব যশ জানান, দুজনেই খেতমজুর ঘরের ছেলে। নুরপুর এর পাশের গ্রাম শিকারপুরে পীর বাবার মেলা চলছে সেই মেলায় গিয়েছিল তারা। ওখানে মেলা দেখে তারা বাড়ি ফিরছিল, ফেরার পথে রাস্তায় সামনের দিক থেকে আসা একটা ট্রাক্টর তাদের ধাক্কা মারলে তারা পরে যায় এবং ট্রাক্টর টি পালিয়ে যায়।
আরো পড়ুন:- বড়দিনে সকাল থেকেই চার্চে ভিড় বর্ধমানে
মেলা থেকে ফেরা মানুষজন তাদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজন কেই মৃত বলে ঘোষণা করেন। মৃত জয়ন্ত মাঝির মাস চারেক আগে বিয়ে হয়েছিল ,তার স্ত্রী বর্তমানে অন্তরসত্ত্বা বলে জানান তিনি। খবর আসতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।