নিজস্ব প্রতিনিধি,পূর্ববর্ধমান:- আজ থেকে শুরু হল পূর্ব বর্ধমান জেলার ৪৪ তম বই মেলা (Bardhaman Book Fair)। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শাঁখারিপুকুর উৎসব ময়দানে এই মেলা শুরু হয়েছে। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী কে স্মরণ করে বইমেলা সংস্কৃতি মঞ্চের নাম দেওয়া হয় 'অবন ঠাকুর মঞ্চ'।
এদিনের এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সাহিত্যিক সুশোভন অধিকারী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ বিশিষ্টজনেরা।
আরোপড়ুন:- আসানসোলের সবজি বাজারকে অন্য জায়গায় স্থানান্তর করার দাবিতে পৌরনিগমের দ্বারস্থ ব্যবসায়ীরা
কালের পরিবর্তনের সাথে সাথে যেভাবে মোবাইলের ব্যবহার অনবরত বেড়েই চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বইমেলার গুরুত্ব যে কতটা সেই নিয়ে বেশ কিছু মন্তব্য প্রকাশ করলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা শিল্পী ও সাহিত্যিকেরা। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১০০ টির মতো বুক স্টল এই মেলায় বসানো হয়েছে। উপচেপড়া ভিড় না থাকলেও বহু মানুষের সমাগম দেখা গেল এই বইমেলা প্রাঙ্গনে।২ রা জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।