তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১২ই ডিসেম্বর কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুরে গ্রামে অনুষ্ঠিত হবে তৃণমূলের শহীদ দিবস।শনিবার সকাল থেকে কাঁকসার বাসুদেবপুর গ্রামে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে সভা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্শি ও ব্লকের তৃণমূলের নেতৃত্ব।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন আগামীকাল তৃণমূলের শহীদ দিবস পালন হবে বাসুদেবপুর গ্রামে।সেখানে এবছর চার জন শহীদের আবক্ষ মূর্তি উদ্বোধন করবেন জেলা নেতৃত্ব। ১৯৯৮সালে বাম জামানায় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা পর পর চার তৃণমূল কর্মীকে খুন করে।
এর পর ধারাবাহিক ভাবে আরও অনেক কর্মী খুন হন। মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কাঁকসার বাসুদেব পুরে শুরু হয় তৃণমূলের শহীদ দিবস। এতো বছর শহীদ মঞ্চ বানিয়েই তাতে শ্রদ্ধা জানতেন তৃণমূল কর্মীরা। এবছর গ্রামবাসীদের আবেদনে চার তৃণমূল কর্মীর আবক্ষ মূর্তি বসিয়ে উদ্বোধন করা হবে।