তনুশ্রী চৌধুরী,পানাগড়:- 378 দিনের লড়াই শেষ কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতি পর অবশেষে দিল্লির বর্ডার থেকে কৃষক আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষান মোর্চা। কেন্দ্রের লিখিত প্রতিশ্রুতি মেলায় এক প্রকার কৃষকদের জয় হয়েছে বলে মনে করেন কৃষকরা এবং কৃষি আন্দোলনের সাথে যুক্ত সকলে। কৃষক আন্দোলন সফল হওয়ার খুশিতে শনিবার পানাগরের গুরুদুয়ারার সামনে উল্লাসে মেতে ওঠেন শিখ সম্প্রদায়ের মানুষরা।
তারা জানিয়েছেন এই সমস্ত কৃষক আন্দোলনের সাথে যুক্ত আন্দোলনকারীদের জয়। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পানাগর বাজারে সম্প্রদায়ের মানুষের সমর্থন জানিয়েছিলেন। তাই কৃষক আন্দোলনে কৃষকদের জয় হওয়ায় খুশি তারাও।