সোমনাথ মুখার্জী,অন্ডাল:-বন্ধ ঘরে ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য অন্ডালে।বৃহস্পতিবার অন্ডাল থানা এলাকার মুকুন্দপুর কোলিয়ারি এলাকায় এক ইসিএল কর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। স্থানীয়রা গন্ধ পেয়ে খবর দেয় পুলিশে । স্থানীয় লোকজন ও পুলিশ বাড়ির মধ্যে ঢুকলে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতদেহটি দু তিন দিনের পুরোনো ।
মৃতদেহের বেশ কিছু জায়গা খোবলানো, দেহের বিভিন্ন অঙ্গ ইঁদুরে নষ্ট করে ফেলেছে এমনটাই মনে করা হচ্ছে । মৃত ব্যক্তির নাম সত্যনারায়ণ সাও (৪৩)। ঘটনাটি অন্ডাল থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা সোনু সিং জানান, মৃত ব্যক্তি ইসিএল কর্মী ছিলেন যিনি পড়াসকোল (ইস্ট) কোলিয়ারিতে কাজ করতেন। তিনি ইসিএল কোয়ার্টারে একাই থাকতেন। আশেপাশের লোকজন দুই দিন মৃতকে ঘর থেকে বের হতে দেখেনি বলে স্থানীয়সূত্রে জানা যায়। এদিকে মৃত ওই ব্যক্তির বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে।
লোকজন বাড়ির দরজা ভাঙার পর ঘটনাটি জানাজানি হয়। স্থানীয় লোকজনের মতে, নিহত ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করতেন। নিহতের পুরো পরিবার উত্তর প্রদেশে বসবাস করে, যাদের স্থানীয় লোকজন ফোনে ঘটনাটি জানান হয়েছে বলে খবর ।
আরোপড়ুন:-অন্ডালের খান্দরায় খেলার মাঠ সংলগ্ন জমি দখলের অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে বিতর্ক
তবে মৃতদেহ ঘিরে উঠছে নানান প্রশ্ন । এই মৃত্যুর কারণ কি? কিভাবে এই মৃত্যু হয়েছে ? এটা স্বাভাবিক মৃত্যু ,নাকি খুন ? সব পরিষ্কার হবে ময়না তদন্তের পর। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।