সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ওমিক্রন সচেতনতায় আবার পথে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গতকাল রাতে শক্তিগড় থানার উদ্যোগে বর্ধমানের বড়শুলে ওমিক্রন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আজ বর্ধমান থানার পক্ষ থেকে বর্ধমান শহরে মাইক হাতে সাধারণ মানুষকে সচেতন করল বর্ধমান থানার পুলিশ।
রাজ্যজুড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, তা সত্ত্বেও সাধারণ মানুষ এখনো পর্যন্ত সচেতন হচ্ছেন না। মাস্ক ছাড়া রাস্তায় চলাফেরা করতে দেখা যাচ্ছে মানুষজনকে। সেই সকল মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
পাশাপাশি বাসযাত্রী থেকে শুরু করে ছোট, বড় গাড়ির যাত্রীদের সচেতন করা হয়। এখনই মানুষজন সচেতন না হলে ওমিক্রন বড় আকার ধারণ করতে পারে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে বার্তা, বিধিনিষেধ না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।