নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- মাধ্যমিক টেষ্ট পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের কাছে অনুরোধ জানাতে গ্রামে গ্রামে ঘুরলেন শিক্ষকরা। মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমানের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে মাধ্যমিকের টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। বুধবার এলাকার করুঞ্জি, ভাদা, কয়রাপুর ও আমবোনা গ্রামে ঘোরেন স্কুলের শিক্ষকরা। যেসমস্ত মাধ্যমিক ছাত্র টেষ্ট পরীক্ষা দিতে যায়নি তাদের কাছে ও তাদের অভিভাবকদের কাছে অনুরোধ জানানো হয় যাতে ওই ছাত্ররা পরীক্ষায় বসে।
ওই ছাত্রদের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে বলে জানান প্রধানশিক্ষক। এছাড়াও তাদের বই,খাতার খরচও জোগাবেন শিক্ষকরাই। পড়ুয়াদের স্কুলমুখী করতে এই উদ্যোগ নিয়েছেন কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
জেলার আউশগ্রামের কয়রাপুর, ভাদা, করুঞ্জি ও ভাতারের আমবোনা সহ বিভিন্ন গ্রাম মিলে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের মধ্যে ৮৩ জন ছাত্রছাত্রীর মধ্যে বেশকিছুজনকে দেখা যায় টেষ্ট পরীক্ষায় বসেনি। মঙ্গলবার ছিল প্রথম দিনের পরীক্ষা।তার জেরে বুধবার পড়ুয়াদের কাছে হাজির হন শিক্ষকরা।