নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- চীনা মাঞ্জা সুতো বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম সেখ মুস্তাক। তার বাড়ি মেমারির কৃষ্ণবাজার এলাকায়। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার মেমারি থানার পুলিশ মেমারির কৃষ্ণবাজারে হানা দেয়। একটি চুড়ির দোকানের আড়ালে চীনা মাঞ্জা বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল।চুড়ির দোকানের বাইরে সেখ মুস্তাফা বসে পুলিশ দেখেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। তাঁর দোকান থেকে বিপুল পরিমাণে চীনা মাঞ্জা উদ্ধার হয়। ওই মাঞ্জার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। চীনা মাঞ্জা বাজেয়াপ্ত করার পাশাপাশি মুস্তাককে গ্রেফতার করা হয়।