নীলেশ দাস ,আসানসোল:-আজও মানুষের মধ্যে অমর হয়ে রয়েছেন প্রয়াত সমাজসেবী তথা প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ ঘটক।তাঁরই মৃত্যু বার্ষিকী তে স্মৃতির উদ্দেশ্য সোমবার রক্তদান শিবির ,দুস্থদের মধ্যে কম্বল দান , নরনারায়ণ সেবা , এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন কাউন্সিলার দেবাশীষ ঘটকের ১৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হলো৷ সোমবার আসানসোলের (Asansol) প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ ঘটকের মৃত্যু বার্ষিকী পালিত হয়৷
এদিন সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে। এদিন চেলিডাঙ্গার দেবাশীষ ঘটকের মূর্তির সামনে থেকে শতাধিক মানুষ অভিজিৎ ঘটকের নেতৃত্বে প্রভাত ফেরিতে অংশ নেন। এরপর এদিন আসানসোলের চেলিডাঙ্গায় স্থিত দেবাশীষ ঘটকের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। করা হয় রক্তদান অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির, নর নারায়ণ সেবা।
আরোপড়ুন:-মৃত্যুর মুখে পড়া সাপেকাটা এক রুগীকে হাসপাতালে পৌঁছাল অন্ডাল থানার পুলিশ
এদিন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, অভিজিৎ ঘটক ছাড়াও আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জী , পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, শাহীন ইকবাল, আবু কৌনাইন, রাকেশ কেডিয়া, উপস্থিত ছিলেন।