নীলেশ দাস, আসানসোল:-শীত থেকে বাঁচতে সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police Commissionerate) উদ্যোগে কম্বল দানের আয়োজন করা হয়েছিলো। এই কয়েকদিন ধরে শিল্পাঞ্চলে ক্রমাগত বাড়তে থাকা শীতের প্রকোপ কে মাথায় রেখে কমকরে ২৫০ জন দুস্থ মানুষ ও রাস্তাঘাটে গৃহহীন হয়ে শুয়ে-বসে থাকেন তাঁদের জন্যআসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কম্বল দান আসানসোলের ভগৎ সিং মোড়ে।
প্রায় ২৫০ জন দুস্থ মানুষদেরকে শীত থেকে বাঁচতে কম্বল তুলে দেন। শীত থেকে বাঁচতে সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কম্বল দানের আয়োজন করা হয়েছিলো।যদিও প্রত্যেকটা থানা বা ফাঁড়িতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কনকনে শীতে এই শীত বস্ত্র পেয়ে তারা প্রত্যেকে খুশি।
আরোপড়ুন:-বিশিষ্ট সমাজসেবী ও আসানসোলের প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ ঘটকের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হল আসানসোলে
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা এবং দক্ষিণ পুলিশ পোষ্টের উদ্যোগে তাদের শীত নিবারণের জন্য কিছু কম্বল বিতরণ নিয়ে অনুষ্ঠান করা হয়। যাঁরা এই মহৎ উদ্দেশ্য সফল করতে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তারা হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি মানবেন্দ্র দাস,আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি,দক্ষিণ পুলিশ পোষ্টের ভারপ্রাপ্ত আধিকারিক অজয় গুপ্ত সহ পুলিশ আধিকারিক গণ।