নীলেশ দাস , আসানসোল :- একটি অনলাইন বিপণন সংস্থার দপ্তরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল উত্তর থানার কন্যাপুর শিল্প তালুক এলাকায়। শুক্রবার রাতে সশস্ত্র বেশ কয়েক জন দুষ্কৃতী মুখে মাস্ক ও মাফলার বেঁধে বিপণন সংস্থার দপ্তরে ঢুকে পড়ে। এরপর কর্মীদের মারধর করে দু'লক্ষ টাকার বেশি টাকা নিয়ে চম্পট দেয়।
জানা গেছে দুষ্কৃতীরা মোটরসাইকেল নিয়ে এসেছিল এবং নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল বলে ওই বিপণন সংস্থার কর্মীরা জানিয়েছেন। পাশাপাশি সংস্থার কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতিও তছনছ করে। সিসিটিভির হার্ডডিক্স খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার তদন্তে আসানসোল উত্তর থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছায় ও আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি। সেখানে গিয়ে তদন্ত শুরু করে।
অন্যদিকে ডিসি ওয়েস্ট অভিষেক মোদি জানান ইতিমধ্যেই বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে। অন্যদিকে ঘটনার পরেই ঝাড়খন্ড সহ অন্যান্য জেলার বর্ডার গুলিতে নাকা চেকিং শুরু করেছে। পুলিশ অনুমান করছে, দুষ্কৃতীরা অন্য রাজ্য থেকে এসেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন পুলিশ।