নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়তের মৃত্যুতে পূর্ব বর্ধমানেও শোকের ছায়া। বুধবার বেলা ১২ টার কিছু সময় পর দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টার। ওই হেলিকপ্টরে থাকা জেনারেল বিপিন রাওয়াতের স্ত্রী সহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রচারিত হওয়ার পর থেকেই স্তম্ভিত গোটা দেশবাসী।
জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর কথা জানার পর শোক জ্ঞাপন করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাষ্ট্রনায়করা । রাতে পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন সহ অন্য জনপ্রতিনিধিরা মোমবাতি জ্বলিয়ে ও পুষ্পর্ঘ্য নিবেদন করে জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানান।