নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বুধবার ভর সন্ধ্যায় পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির জিয়াড়া গ্রামের একটি বালাপোশ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের একটি ইজ্ঞিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন ছড়িয়ে পড়েছে গোটা কারখানায়। বুধবার সন্ধ্যায় বর্ধমানের দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামের একটি বালাপোশ কারখানায় আগুন লাগে।
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা অরুণ চক্রবর্ত্তী বলেন, ভিতরে কাজ চলছিল। বাইরে থেকে দেখা যায় কারখানায় আগুন লেগেছে। তখনই সবাইকে খবর দেওয়া হয়।
আরো পড়ুন:- রানিগঞ্জে জাতীয় সড়কে ডাম্পারের সাথে ট্রাক্টর এর সংঘর্ষে গুরুতর আহত চারজন
কারখানা মালিক রাম বালক বলেন, আগুনে মেশিনপত্র, কাপড় সহ সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৩-১৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।