সংবাদাতা ,পূর্ব বর্ধমান:- 'ফিরে আসি বারবার, আমি সান্টা এবার ৬ বার। বড়দিন নিয়ে আসি তোমাদের কাছে,ফুটপাত ঘেঁষ যত জোনাকিরা আছে।ইছলাবাদ কিরণ সংঘ তোমাদের পাশে'এই বার্তা নিয়েই বিগত ছয় বছর ধরে বর্ধমান (Bardhaman) শহরের ইছলাবাদ কিরণ সংঘ শহরের অলিগলির বস্তিবাসীদের ছোটদের পাশে থাকে।
গত বছর করোনাকালেও এই উদ্যোগের ঘাটতি হয়নি। এবারও বর্ধমান স্টেশন, হাসপাতাল রোড, আলমগঞ্জ, বীরহাটা, হাউজিং কলোনী সহ প্রায় প্রতিটি বস্তি এলাকায় কেক, মিষ্টি, চকলেট ভরা বড়দিনের (Christmas) প্যাকেট নিয়ে হাজির কিরণ সংঘের সান্তা (Santa)।
সারাবছর নানান সামাজিক কাজের মধ্যদিয়েই কিরণ সংঘ নিজেদের নিয়োজিত রাখে। করোনার দ্বিতীয় ঢেউ এর সময় যখন অক্সিজেনের হাহাকার তখনও তারা প্রথম বিনামূল্যে মানুষের দুয়ারে অক্সিজেন পৌঁছে দিয়েছিল।
ক্লাবের সম্পাদক শান্তনু বল জানান, আমাদের ক্লাবের প্রতিটি সদস্য এইদিনটিতে বস্তিবাসী ছোটদের হাতে বড়দিনের উপহার তুলে দেবার জন্য উদগ্রীব হয়ে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রম আর মানসিকতার জন্যই এতবড় প্রোগ্রাম করা সম্ভব হয়।
আরো পড়ুন:- বড়দিন উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পাণ্ডবেশ্বরে
ক্লাবের সভাপতি পার্থ ধর বলেন, কাল সারারাত সদস্যরা জেগে এই উপহার, প্যাকেট তৈরি করেছে। আমরা আগামী দিনে এটা আরো বড় করে করার ইচ্ছা আছে। এছাড়াও আমরা সারা বছর নানান সামাজিক কাজ করে থাকি। কেউ যদি আরো পরিকল্পনার কথা বলেন আমরা সেটাও ভেবে দেখবো।